মৌলভীবাজার
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ৪০ শতাংশ

মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে আজ বুধবার (২৩ জুন) সকাল ৮ টায় এ তথ্য তুলে ধরা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ৪৮টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৬ শতাংশ।
বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৭৯ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪৯ জন।