কুলাউড়ায় বিয়ের অনুষ্ঠানে জরিমানা

টাইমস ডেস্কঃ কুলাউড়া শহরের আকলিবুনন্নেছা কমিউনিটি সেন্টারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে মোবাইল কোর্ট এই জরিমানা করে। অভিযানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন ও কুলাউড়া থানা পুলিশের এক টিম অংশ নেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, দেশের করোনা পরিস্থিতিতে সকল পার্টি সেন্টার বন্ধ থাকার সরকারী আদেশ অমান্য করে আকলিবুনন্নেছা কমিউনিটি সেন্টারে সোমবার এক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে খবর পেয়ে উক্ত সেন্টারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে সরকারী নিষেধ অমান্য করার অপরাধে সেন্টার মালিক আব্দুস সহিদকে ১০ হাজার টাকা ও বর-কনে পক্ষকে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া অভিযানকালে বর-কনে পক্ষকে সেন্টার থেকে বের করে দেয়া হয়।