বিয়ানীবাজার সংবাদ
নবগঠিত বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার টাইমসঃ নবগঠিত বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি কমিটির প্রথম সভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯জুন) বিয়ানীবাজার পৌরশহরের এক অভিযাত রেস্টুরেন্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় কমিটির সবাইকে সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত পরিচিতি পত্র তুলে দেয়া হয়।
সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বক্তব্যে দলকে সুসংগঠিত রাখতে নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান।
এসময় দলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ তাদের অনুভুতি তুলে ধরেন।