রাত থেকে টানা বৃষ্টি , চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ

জুনিয়র প্রতিবেদকঃ সোমবার দিবাগত রাত থেকে টানা বৃষ্টিপাতে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে বিয়ানীবাজারের পৌর শহরের জনজীবন। ব্যাঘাত ঘটছে চলাচলে৷ বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না
সোমাবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত পৌরশহরসহ সিলেটের বিভিন্ন যায়গায় কখনো হালকা আবার কখনো ভারি বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিপাতের কারণে খেটে খাওয়া মানুষ ঘরের বাহিরের যেতে পারছেন না। শ্রমজীবী মানুষ দুর্ভোগে পড়েছেন বেশি। টানা বৃষ্টিপাতের কারণে বন্যা আতঙ্কে পড়েছেন নদী পারের মানুষেরা
রিক্সা চালক আফতাব আহমেদ বলেন বৃষ্টির কারণে মানুষ রাস্তাঘাটে নেই। একমাত্র রিক্সা চালিয়ে তাকে জীবীকা নির্বাহ করতে হয়৷ মানুষ না থাকায় এখন পর্যন্ত তিনি ৬০ টাকা রুজি করে করেছেন।
সরেজমিন বিয়ানীবাজারের পৌরশহর ঘুরে দেখা যায় মানুষের চলাচল খুব কম। রাস্তাঘাটে নেই যানযট। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না।