আজ বিশ্ব মে দিবস, ৮ ঘন্টার বেশি কাজ করেন বিয়ানীবাজারের শ্রমিকরা

মহসিন রনি: আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটিকে মে দিবস নামে অভিহিত করা হয়। প্রতি বছর পয়লা মে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৮০ টি দেশে দিবসটি পালন করা হয়। ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের সেদিন দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে জমায়েত হয়ে পুলিশের গুলিতে ১০ থেকে ১২ জন শ্রমিক নিহত। বাংলাদেশেও প্রতিবছর দিবসটি পালন করা হলে ও অনেকেই জানেন না আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস। তাই তো প্রতিদিন টানা ৮ ঘন্টার বেশি সময় কাজ করে নিজ নিজ অবস্থান থেকে দিবসটি পালন করেন বিয়ানীবাজার উপজেলার কয়েক হাজার শ্রমিক। বিশেষ করে বিয়ানীবাজারের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু বিপনি বিতান কিংবা যানবাহন পেশাতেই ৮ ঘন্টার বেশি সময় কর্ম ব্যাস্ততায় কাটিয়ে দিচ্ছেন শ্রমিকরা। যার মধ্যে শিশু শ্রমিকদের হার শতকরা ৬০ শতাংশ।
বিয়ানীবাজার উপজেলার পৌর শহরের একটি হোটেল কাজ করা রায়হান আহমেদ নামের এক তরুন বলেন, মে দিবস সম্পর্কে জানিনা। কিন্তু আমরা প্রতিদিন ১০ ঘন্টার ও বেশি সময় কাজ করি তার বিনিময়ে বাড়তি কোনো পারিশ্রমিক পাই না চুক্তি অনুযায়ী মাছ শেষে একটা অর্থ পাই। তা নিয়েই আমাদের সন্তোষ্ট থাকতে হয়।
শাকিল আহমেদ নামের আরেক হোটেল কর্মচারী বলেন, ভোরে হোটেলে আসতে হয় আবার রাতে যাই বাড়িতে ঘুমানোর সময় ছাড়া বাকি সময় এই হোটেলেই আমাদের কাটাতে হয়।
সরেজমিনে বিয়ানীবাজারে অবস্থিত বেশ কয়েকটি বেকারি ঘুরে দেখায় যায় দিন রাত অবিরাম কর্ম ব্যস্ততাতায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন শ্রমিকরারা। এদের মধ্যে অনেকেই এখনো প্রাপ্ত বয়স্ক নয় তবে পেটের দায়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে কাটাতে হচ্ছে তাদের।
এ বিষয়ে সাংবাদিক তোফায়েল আহমেদ বলেন, শ্রমিকদের প্রাণের বিনিময়ে দৈনিক আট ঘন্টা কাজের যে দাবি আদায় হয়েছে সেটি যাতে নিশ্চিত হয় এবং সকলের তার সমান অধিকার পায় এ বিষয়ে সরকারের পাশাপাশি আমাদের ও অবদান রাখতে হবে৷