বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতির মাতৃবিয়োগ, শোক প্রকাশ

বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপনের মা হাসনা বেগম (৬০) আজ শুক্রবার (৩০ এপ্রিল) ভোর ৪ টা ৫০ মিনিটে মাথিউরা পশ্চিমপাড় এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে আক্রান্ত ছিলেন ভোগছিলেন।
মৃত্যুকালে স্বামী নিজাম উদ্দিন, দুই পুত্র, তিন কন্যা, নাতি নাতনিসহ আত্মীয় স্বজন রেখেগেছেন।
শুক্রবার বিকাল ৫.২০ মিনিটে পশ্চিমপাড় শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দীন খান, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য সরওয়ার হোসেন, আব্দুল হাসিব মনিয়া, আব্দুল বারী ও জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ সভপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, শিক্ষাবিদ আলী আহমদ ও মজির উদ্দীন আনসার, সিনিয়র সাংবাদিক আব্দুল মালীক ফারুক, কবি ফজলুল হক, খালেদ জাফরী, আব্দুল ওয়াদুদ, হাসানুল হক উজ্বল, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ আবু তাহের রাজু, সহসভাপতি সাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক তাজবীর আহমদ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এহসানুল খোকন, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সাজু, সাহিত্য সম্পাদক আজিম উদ্দীন আরিফ, সদস্য আহমদ রেজা চৌধুরী প্রমুখ।