মৌলভীবাজার

মৌলভীবাজারে ২ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

মৌলভীবাজারে দুই হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ শনিবার (২৪ এপ্রিল) জেলা প্রশাসন মৌলভীবাজার এর উদ্যোগে করোনা হামারীতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি উপজেলায় ২০০ টি করে ৭ টি উপজেলায় ১,৪০০ পরিবারসহ মোট ২,০০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হবে। এই কার্যক্রমের অংশ হিসেব আজ জেলা স্টেডিয়ামে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৫০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় উপস্থিত ছিলেন মেীলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার সদর শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, মৌলভীবাজার সদর উপজেলার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি ছোলা এবং ১ লি. ভোজ্য তেল। ১৭ টি শ্রেণী পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর এই সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশিকরোনা পরিস্থিতি ও সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞায় কর্মহীন ও ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য মৌলভীবাজার জেলার ৬৭ টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ২,৫০,০০০/- টাকা এবং প্রতিটি পৌরসভায় ২,০০,০০০/- টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

Back to top button