বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে লকডাউনে বেড়েছে যানচলাচল ও মানুষের চলাফেরা

জুনিয়র প্রতিবেদক:: বিয়ানীবাজারে লকডাউনের ৪র্থ দিনে পৌর শহরে যানচলাচল ও মানুষের চলাফেরা কিছুটা বেড়েছে। সকালের দিকে পৌর শহর অনেকটা ফাকা থাকলেও বেলা বাড়ার বাড়ার সাথে সাথে লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে। এদিকে লকলকডাউন বাস্তবায়নে পৌরশহরে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে বিয়ানীবাজার থানা পুলিশকে।

সরেজমিন (শনিবার) বিকেলে পৌর শহর ঘুরে দেখা যায়, লকডাউনের ৪র্থ দিনে পৌরশহরে অন্যান্য দিনের তুলনায় কিছুটা যানচলাচল বৃদ্ধি পেয়েছে৷ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় লকডাউনের প্রথম দিনের তুলনায় ৪র্থ দিনে মানুষের চলাচলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসময় অনেকের মুখে মাস্ক দেখা যায়নি।

লকডাউন বাস্তবায়নে পৌরশহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে পুলিশ কঠোর অবস্থানে দায়িত্বপালন করছে৷ এসময় পুলিশ প্রত্যেকটি গাড়ি থামিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞেস করতে দেখা যায়৷

এসময় দায়িত্বরত উপ- পুলিশ পরিদর্শক মোসতাক আহমেদ বলেন, অপ্রয়োজনে যারা বের হচ্ছেন কাউকেই পৌরশহরে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ অতিপ্রয়োজনে যারা বের হচ্ছেন শুধুমাত্র তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে৷ বিশেষ করে রোগি কিংবা রোগি বাহি গাড়ি গুলো ছেড়ে দেওয়া হচ্ছে

Back to top button