বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারের কলেজ রোডের সরকারি কলেজ মসজিদের সামনে ইটবাহী ট্রাক থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম লিটন মিয়া (১৬)। সে পরিবারের সাথে মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ এলাকায় ভাড়া থাকতো। তার পিতার নাম বায়োজিদ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকে বোঝাই করা ইটের উপর বসেছিলে শ্রমিক লিটন। দ্রুতগতির ট্রাকটি সড়কের ভাংগা অংশে ঝাঁকুনো দিলে লিটন ভারসাম্য হারিয়ে ট্রাক থেকে পড়ে গেলে তার মাথা ফেটে যায়। মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়ে পড়লে ঘটনাস্থলে বেশ কিছু অংশ রক্তে ভিজে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করেছেন।

Back to top button