বিয়ানীবাজার সংবাদ

লকডাউনের দ্বিতীয় দিনে বিয়ানীবাজারে যানচলাচল স্বাভাবিক

জুনিয়র প্রতিবেদকঃ হঠাৎ করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সরকার ৫ এপ্রিল (সোমবার) থেকে লকডাউন ঘোষণা করেছিলো৷

কিন্তু ৬ এপ্রিল মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিনে স্বাভাবিক রয়েছে বিয়ানীবাজারে যানচলাচল। লকডাউনে ও কমছে না বিয়ানীবাজারে জনসমাগম।

সরেজমিনে পৌরশহরে ঘুরে দেখা যায় সি এন জি চালিত অটোরিকশা গুলো মানছে সরকারি নির্দেশনা৷ অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধিও।

প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা থাকলে ও পৌরশহর বিয়ানীবাজারে এর কোন চিত্র ফুটে উঠে নি। সিলেট জেলার বারইগ্রাম – বিয়ানীবাজার মহাসড়কের শেষ সীমানায় একটি চেকপোস্ট থাকলেও পৌরশহরে আর কোন চেকপোস্ট দেখা যায় নি।

সি এন জি চালিত অটোরিকশা গুলো অতিরিক্ত যাত্রি নিয়ে স্বাস্থ্যবিধি না মেনে স্বাভাবিক ভাবে চলাচলের জন্য বিয়ানীবাজার আরো হুমকির মুখে।

প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে এমন অবস্থা চলতে থাকলে করোনার প্রাদুর্ভাব কমানো অসম্ভব হবে বলে অভিমত বিশেষজ্ঞদের।

Back to top button