ব্যস্ত বিয়ানীবাজারে চলছে ঈদের শপিং!

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজারে দোকানে দোকানে হঠাৎ করে বেড়েছে বিকিকিনি, একারনেই পৌরশহরে মানুষের চলাচল বেড়েছে, মনে হচ্ছে চলছে ঈদের শপিং। হঠাৎ করে এমন বিকিকিনির কারন হিসাবে কাল থেকে সরকারের দেয়া লকডাউনের কথা বলছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে বিয়ানীবাজারের বিভিন্ন শপিংমলগুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে বেশীরভাগের মধ্যে ছিলোনা সামাজিক দূরত্ব, ছিলোনা স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা।
স্বাভাবিকের চেয়ে বেশী মানুষ মার্কেটে এসেছেন স্বীকার করে বিয়ানীবাজারের ব্যস্ততম শপিং মল জামান প্লাজার ব্যবসায়ী রিপন আহমদ। তিনি জানান, লকডাউনের খবরে স্বাভাবিকের চেয়ে একটু বেশী গ্রাহক ভিড় করেছেন দোকানগুলোতে, তাদের মধ্যে আতংক রয়েছে যদি কিছুদিনের জন্যে লকডাউন স্থায়ী হয়ে যায়।
আল আমিন সুপার মার্কেটের বেবি শপের স্বত্বাধিকারি এম এ রাজু জানান, আজ অন্যান্য দিনের চেয়ে কাস্টমার বেশী, সম্ভবত লকডাউনের খবরে মানুষ তাদের প্রয়োজনীয় সবকিছু কিনে নিচ্ছেন।
লকডাউনে মার্কেটগুলো খোলা থাকবে কিনা জানতে চাইলে বিয়ানীবাজারের আল আমিন সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি এমরান হোসেন দিপক জানান, আজ সন্ধ্যার পর ব্যবসায়ীদের সাথে আলাপ করে মার্কেট বন্ধের ব্যাপারে সিন্ধান্ত আসবে, এর আগে কিছু বলা সমীচিন হবে না।