মৌলভীবাজার

মৌলভীবাজারে জুতার ভেতরে মিলল ইয়াবা, আটক ১

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার রাজনগরে ১১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও থেকে পুলিশ তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম লোকমান মিয়া (৩০)। তিনি রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও (পূর্ব) গ্রামের নুনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ দাস, এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, এএসআই আব্দুল হক, এএসআই সারোয়ার কবীর, এএসআই আব্দুল কাদের জিলানীসহ একদল পুলিশ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় লোকমান মিয়ার বাড়িতে গিয়ে তল্লাশি করলে তার পরিহিত জুতার ভেতর থেকে ১১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, রাজনগর থানার পুলিশ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে লোকমানের বাড়িতে গিয়ে তল্লাশি করলে ১১৮ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Back to top button