বিয়ানীবাজার সংবাদ

বঙ্গবন্ধুর জন্মদিনে বিয়ানীবাজার প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিয়ানীবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দ। বুধবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সহ সভাপতি সাহেদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম, সাংস্কৃতিক সম্পাদক এহসান করিম খোকন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু, চ্যানেল এস’র ক্যামেরা পার্সন সাহেদ আহমদ, এবি টিভির প্রতিবেদক কাজী ফাহিম আহমদ।

শ্রদ্ধা নিবেদন শেষে বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বাংলাদেশের জন্ম হতো না- আজ আমরা সেই মহান ব্যক্তির জন্মদিন উদযাপন করছি। তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে বিয়ানীবাজার প্রেস ক্লাব।

Back to top button