বিয়ানীবাজার প্রেসক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং দেশপ্রেম জাগ্রত করতে ‘বঙ্গবন্ধুর ছবি আঁকা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিশু অংশ নেয়। এ সময় তারা সাদা আর্ট পেপারে রঙ তুলির সাহায্যে এঁকেছে বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের অমর ভাষণের নানা চিত্র।
পরে দুপুর ১২টায় প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেকের হাতে সান্তনা পুরস্কারসহ ‘ক’, ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারিরা পেয়েছেন বিশেষ পুরস্কার। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।
তিন গ্রুপে বিভক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, বিয়ানীবাজার শিল্পকলা একাডেমি ও চারুলেখার শিক্ষক আবু জাকারিয়া সানি এবং শেখ ওয়াহিদুর রহমান একাডেমি’র শিক্ষক রেজোয়ানা সাদিয়া।
প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে মালিহা মমতাজ উদ্দিন, দ্বিতীয় অরিন্দম তালুকদার, তৃতীয় খাদিজা বেগম ও বিশেষ পুরস্কার পান নুহা। ‘খ’ বিভাগে প্রথম পার্থ প্রতিম তালুকদার, দ্বিতীয় অনিমেষ দেব তুষ্ট, তৃতীয় মাদিহা মমতাজ উদ্দিন ও বিশেষ পুরস্কার পান অঙ্গনা নাগ। ‘গ’ বিভাগে প্রথম অরিত্রা তালুকদার, দ্বিতীয় নবনীতা কর অর্পা, তৃতীয় সাদিক হোসেন রিফাত ও বিশেষ পুরস্কার পান সুমন দাশ।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিশেষ অতিথি ছিলেন নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা দাস, নয়াগ্রাম-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরানি চক্রবর্তী ও কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুপ্রভা পাল।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি সাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম, কোষাধ্যক্ষ আবু তাহের রাজু, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসান করিম খোকন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু, কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধুরী, আবৃতি শিক্ষক জয়শ্রী চন্দ ঝুমা, সংবাদকর্মী কাজী ফাহিম আহমদ ও ফাইম আহমদ তাছিম, আখতার হোসেন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।