বিয়ানীবাজার থানায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

বিয়ানীবাজার টাইমসঃ ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশ স্বলোউন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার উপলক্ষ্যে আলোচনা সভা ও আনন্দ উদযাপন করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
রবিবার (৭ মার্চ) বিকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুরের সভাপতিত্বে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর, সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রফিক উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা লিমা, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবাদ আহমদ, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী, দুবাগ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন প্রমুখ।
অন্যদিকে, বিয়ানীবাজার পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ আলাদা আলাদাভাবে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে।