বিজিবি’র অভিযান জুড়ীতে ১২ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ

বড়লেখা প্রতিনিধি-বিজিবি ৫২ ব্যাটালিয়নের আওতাধীন জুড়ীর ফুলতলা বিওপির টহল দল বুধবার সন্ধ্যায় সীমান্ত এলাকা থেকে প্রায় ১২ লাখ টাকার ৩৯৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এর আগেই পাচারকারীরা পালিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিজিবি সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তের পূর্ব-বটুলি নামক স্থানে ফুলতলা বিওপির টহল কমান্ডার হাবিলাদার মো. সামছুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল। এসময় সীমান্তের মেইন পিলার ১৮২৪/১৮-এস হতে মাত্র ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় বিজিবি সদস্যরা ৩৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে ইয়াবা ট্যাবলেটগুলো ভারত থেকে পাচার হচ্ছিল। জব্দ ট্যাবলেটের সিজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।