বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে টিকা নিতে আগ্রহ বাড়ছে, চার দিনে টিকা নিলেন ছয়শতাধিক

মহসিন রনি-বিয়ানীবাজারে প্রতিদিন করোনার টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমাচ্ছেন উপজেলার সচেতন মানুষ সহ সুবিধাভোগীরা। এখন পর্যন্ত চার দিনে এ উপজেলায় সর্বমোট ৬৩০ জন এই টিকা নিয়েছেন। আজ বুধবার বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল আহমদ পৌর মেয়র আব্দুস শুকুর সহ উপজেলার বিভিন্ন স্থরের জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সচেতন নাগরিকরা এই টিকা গ্রহন করেন।

টিকা নেয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন বলেন, আমি আজ এই টিকা নিয়েছি সবাইকে টিকা নেয়ার অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি যার সঠিক সিদ্ধান্তের ফলে বাংলাদেশের মানুষ ভালো আছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান বলেন, গত তিন দিনের তুলনায় আজ একদিনে তিনশোর বেশি মানুষ টিকা গ্রহন করেছে মানুষের এই আগ্রহ সত্যিই আমাদের জন্য আনন্দের। আজ ৩২০ জন টিকা গ্রহন করলেন আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য। যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি তাদের প্রতি অনুরোধ রইলো রেজিষ্ট্রেশন করে হাসপাতালে এসে টিকা গ্রহন করুন।

উল্লেখ্য,পুরো উপজেলার প্রথম ধাপে ১৪৭৭৪টি টিকা পাবেন উপজেলার রেজিষ্ট্রেশন করা সুবিধাভোগীরা।

Back to top button