বড়লেখা

আজ বড়লেখায় আসছেন আলোচিত বক্তা আমির হামজা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ  মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্টান পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ৭১ তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ । এতে প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করবেন আলোচিত বক্তা মুফতি আমির হামজা। রাত ৯.৩০ মিনিটের সময় তিনি বয়ান রাখবেন। এছাড়াও মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত মাওলানারা বয়ান রাখবেন। মাহফিলকে সামনে রেখে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যপক উদ্দিপনা কাজ করছে।

আয়োজক সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে দিন ব্যাপি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।এতে রাত ৯টা ৩০ মিনিটে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন মুফতি আমির হামজা। একদিনের সফরে তিনি বড়লেখায় আসছেন। ঐদিন সকালে মহিলা সমাবেশেও বয়ান রাখার কথা রয়েছে তার। মাহফিলকে সামনে রেখে মাদ্রাসা মাঠে বিশাল পেন্ডেল তৈরি করা হয়েছে। মাহফিলে কয়েক হাজার শ্রোতার আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। আগত মুসল্লিদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

এছাড়া বেলা ২ টা থেকে শুরু হওয়া মাহফিলে আরও বয়ান রাখবেন মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, মাওলানা সিফাত হাসান, মাওলানা হোসাইন আহমদ মাহফুজ ,মাওলানা আব্দুল মতিন শাহবাগী,মাওলানা সাদিক সিকান্দার , মাওলানা কাজী আব্দুর রহমান, মাওলানা কমর উদ্দীন।

এদিকে, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদ এশা মাদ্রসার হিফজ শাখার সদ্য হিফজ সম্পন্নকারী পাচঁ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীরে কামিল হাফেজ আব্দুল গফফার রায়পুরী।

মাদ্রাসার এডহক কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন জানান,চলছে মাঠ প্রস্তুতি ও প্যান্ডেলের কাজ।সবাইকে সামাজিক দুরত্ব বজায় এবং মাস্ক পরে আসার আহবান জানান।

মাদ্রাসা এডহক কমিটি ও আয়োজক কমিটির সদস্য এমরানুল হক বাবু জানান,মাহফিল উপলক্ষে বড়লেখা ও পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলায় প্রচারনা মাইকিং শুরু হয়েছে। মাহফিলকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা হয়েছে।বিভিন্ন প্রান্ত থেকেও মুসল্লিরা আসার জন্য যোগাযোগ করছেন। ইতিপূর্বে ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

Back to top button