বিয়ানীবাজার সংবাদ

১৬ দোকানে চুরির পর কমিটি গঠন বিয়ানীবাজার বৈরাগীবাজারে

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের ঐতিহ্যবাহি একটি বাজার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার। বেশ কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত এই বাজারে। দীর্ঘদিন থেকে বাজার ব্যবস্থাপনা কমিটি না থাকায় বাজারে ছিলেন না কোনো নৈশ্যপ্রহরী। তবে গত বৃহস্পতিবার এক রাতে বাজারে ১৬ টি দোকানে চুরি হওয়ায় আতংক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। ব্যাপক সমালোচনা শুরু হয় বাজারে থাকা প্রভাবশালীদের বিরুদ্ধে।

তবে এবার নড়েচড়ে বসেছে বাজারের ব্যবসায়ীরা, গঠন করা হয়েছে ব্যবস্থাপনা কমিটির। গতকাল শনিবার সন্ধ্যায় বৈরাগীবাজারস্থ ডাবতলায় জরুরি সভা ডাকেন কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান এএফএম আবু তাহের, এ সভায় সকল ব্যবসায়ীর উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান স্বপন। সদস্য নির্বাচিত হয়েছেন ছয়দুর রহমান, এছাড়া ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।\

কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এএফএম আবু তাহের এর সভাপতিত্বে, ছাদিকুর রহমানের চঞ্চলনায়, জিয়াউর রহমান স্বপন এর স্বাগত বক্তব্য শেষে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার হিল্লোল রায়, বক্তব্য রাখেন আব্দুর রহিম, সাবেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর নূর, ইউপি সদস্য বাছন আহমদ, ব্যবসায়ী আব্দুল মান্নান, তুতিউর রহমান তুতা, ব্যবস্থাপনার কমিটির সাবেক সম্পাদক আমির উদ্দিন, জিয়াউল ইসলাম মাষ্টার, রহুল আমিন।

Back to top button