ভারতে কারাবাস শেষে দেশে ফিরলেন আরো ১৯ বাংলাদেশী

নিউজ ডেস্কঃ ভারতের বিভিন্ন প্রদেশে কারাবাস শেষে দেশে ফিরেছেন ১৯ জন বাংলাদেশী। এরমধ্যে ৫ জন নারীও রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তারা বিয়ানীবাজার উপজেলার শেওলা-সূতারকান্দি শুল্কবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও ইমিগ্রেশনের সমন্বয়ে বিজিবি-৫২ দেশে ফিরে আসাদের গ্রহণ করে। এ সময় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে কারো শরীরে করোনা উপসর্গ না থাকায় তাদের ১৪দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়ে নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় ভারতের আসাম রাজ্যের গৌহাটিস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার এর সহযোগিতায় কারাবরণকারীদের দেশে আনা হয় বলে জানা গেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ এক্ষেত্রে উদ্যোগী ভ‚মিকা পালন করে। বাংলাদেশী নাগরিকদের গ্রহণকালে বিজিবি-৫২’র অধিনায়ক লেঃ কর্ণেল গাজী শহীদুলাহসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।