জনদূর্ভোগ লাঘবে বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতার অনন্য উদ্দ্যোগ
বিয়ানীবাজার টাইমসঃ ট্রাক্টর দিয়ে ফসলী জমির মাটি পরিবহনের ফলে রাস্তার ক্ষতি এবং জনদূর্ভোগ বন্ধে উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর আবেদন করেছেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন আজাদ জিসান। তিনি গত মঙ্গলবার (১২ জানুয়ারি) এরকম একটি আবেদন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তাকে দেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, বিয়ানীবাজার-চন্দরপুর-সিলেট রোডের বিয়ানীবাজার উপজেলাধীন রাস্তাটি দীর্ঘদিন পর সংস্কার করায় এই রাস্তা দিয়ে চলাচলকারি মানুষের মধ্যে স্বস্তি নেমে আসে। তবে বিগত কয়েকদিন থেকে এই রাস্তা দিয়ে মুনাফালোভী কিছু অসাধু ট্রাক্টর ব্যবসায়ী ফসলী জমির মাটি পরিবহন করে আসছে। এর ফলে রাস্তায় এসব কাদামাটি পড়ে থাকায় রাস্তা হারাচ্ছে স্থায়ীত্বতা, রোদের আলোয় রাস্তায় ধুলো এবং কুয়াশার রাতে পিচ্ছিল রাস্তায় হচ্ছে দুর্ঘটনা। এসব থেকে মুক্তি পেতে প্রশাসনের ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
আবেদনের ব্যাপারে বিয়ানীবাজার টাইমসকে এ ছাত্রনেতা বলেন, সবাই বিষয়টি এড়িয়ে গেলেও, বাংলাদেশের একজন সুনাগরিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিষয়টি এড়িয়ে যাইনি। তিনি আরো বলেন, ছাত্রলীগের একজন কর্মী হিসাবে সরকারের এমন উন্নয়ন কর্মকান্ড অসাধু ব্যবসায়ীদের কারনে ধ্যুলিশাৎ হতে পারেনা, আশা করি প্রশাসন দ্রুতই এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নিবেন।