বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনা জয় করলেন আরও ২২ জন

নিজস্ব প্রতিবেদকঃবিয়ানীবাজারে মহামারী করোনা ভাইরাস জয় করে সুস্থ হয়েছেন আরও ২২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিয়ানীবাজার উপজেলার ২২ জন রোগীকে কোভিড -১৯ থেকে সুস্থ ঘোষণা করা হয়।

 

করোনা জয় করা ২২ জন রোগীর নাম ও ঠিকানা নিম্নে তুলে ধরা হলোঃ

০১। ফরিদ উদ্দিন (৭৫)
গাংকুল,তিলপারা,বিয়ানীবাজার।
০২। সালেহা খানম (৫২)
বৈরাগী বাজার,কুড়ারবাজার,বিয়ানীবাজার।
০৩। মোঃ আব্দুস সালাম (৪২)

আস্টঘরী,মুড়িয়া,বিয়ানীবাজার।
০৪। সুলেমান আহমেদ (৪০)
কাকুরা,চারখাই,বিয়ানীবাজার।
০৫। কয়েস আহমেদ (৩০)
মাথিউরা,বিয়ানীবাজার।
০৬। রাশেদ চৌধুরী (২৮)রায়বাসী,মাথিউরা,বিয়ানীবাজার।

০৭। আশরাফ কুদ্দুস বেগম (২৭)
উত্তর আকাখাজনা,কুড়ারবাজার,বিয়ানীবাজার।
০৮। মুর্শেদা কুদ্দুস বেগম (২২)
উত্তর আকাখাজনা,কুড়ারবাজার,বিয়ানীবাজার।
০৯। সৃস্টি কণা (১৬)
সাচান, চারখাই,বিয়ানীবাজার।

১০। মোঃ সাকিবুল ইসলাম(১৯)
দেউলগ্রাম,কুড়ারবাজার, বিয়ানীবাজার।
১১। আশিক হোসেন (৪৮)
পীরেরচক,তিলপারা,বিয়ানীবাজার।
১২। তাসফিয়া জান্নাত (০২)
আস্টঘরী,মুড়িয়া,বিয়ানীবাজার।
১৩। মোস্তাক আহমেদ (৯০)
আদিনাবাদ, চারখাই, বিয়ানীবাজার।

১৪। তানজুম জান্নাত (১৯)
নয়াগ্রাম, বিয়ানীবাজার পৌরসভা।
১৫। ফখর উদ্দিন (৬৫)
জলঢুপ, লাউতা, বিয়ানীবাজার।
১৬। মেহেদী হাসান (৩৪)
অগ্রণী ব্যাংক,বিয়ানীবাজার পৌরসভা।
১৭। মোঃ বাবুল হোসেন (৩৮)
পশ্চিম নয়াগ্রাম, বিয়ানীবাজার পৌরসভা।

১৮। উম্মে সুলতানা (২৫)
জলঢুপ, লাউতা, বিয়ানীবাজার।
১৯। মিজানুর রহমান (৩৩)
নিমতলা,বিয়ানীবাজার পৌরসভা।
২০। রাসেল আহমেদ (৩৫)
ঘুংগাদিয়া, মুড়িয়া, বিয়ানীবাজার।

২১। নাজমা বেগম (৫০)
আরিজ খাঁ টিলা,কুড়ারবাজার, বিয়ানীবাজার।
২২। সিরাজ উদ্দিন (৮৫)
দুবাগ, বিয়ানীবাজার।

👉সর্বমোট রোগী = ৪৪৫
👉সর্বমোট সুস্থ = ৪১২
👉সর্বমোট মৃত্যু = ২৪
👉চিকিৎসাধীন = ০৯

Back to top button