বড়লেখায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় শীতকালীন সাহেদ আহমদ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুরের বোয়ালী স্কুল মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রবীন মুরব্বি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ হিসামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সহিদ খাঁন।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজর শিক্ষক ফারুক আহমদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল দাইয়ান জুয়েল, বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিল আহমদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সবুর, সবাজ উদ্দিন, ছালেখ আহমদ, বেলাল আহমদ, কায়সান আহমদ, মাহমুদ আহমদ,আশফাক জুনেদ, মাহফুজ রুবেল, খালেদ আহমদ, কাওছার আহমদ, রাসেদ আহমদ,তাহের আলম।
উদ্বোধনি খেলায় ভাই ভাই জুটি উজানিপাড়া ২-০ সেটে আরিফ কাওছার জুটি ভাটাউছিকে পরাজিত করে।