বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে কাল সকাল-দুপুর থাকবে না বিদ্যুৎ

বিয়ানীবাজার টাইমসঃ বিদ্যুৎতের জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন কাজের জন্য কাল বুধবার সকাল-দুপুর বিয়ানীবাজার পৌরসভাসহ উপজেলার সব ইউনিয়নে সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করে সিলেট-১ বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎতের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল জানান, কাল বুধবার (৩০ডিসেম্বর) সকাল ৭টা থেকে চারখাই সাবস্টেশনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হয়ে গেলেই দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় গ্রাহকের অসুবিধা হবে- এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
পল্লীবিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চা