গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে বড়শিতে ধরা পড়া মাছ নিয়ে লঙ্কাকাণ্ড

সিলেটের গোলাপগঞ্জের কুড়া নদীতে এক যুবকের বড়শিতে ধরা পড়া ২শ গ্রামের ওজনের একটি মাছ নিয়ে লঙ্কাকাণ্ডের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সুরুজ আলী নামের এক যুবকের বড়শিতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামস্থ কুড়া নদীতে এ মাছটি ধরা পড়ে। সারারাত চেষ্টা করেও তিনি মাছটি উঠাতে পারেননি।

এরপর শনিবার সকালে বড়শিতে ২শ কেজির ওজনের মাছ ধরা পড়েছে বলে পুরো উপজেলায় খবর ছড়িয়ে পরলে আশপাশ এলাকার বিভিন্ন জায়গা থেকে কয়েক শতাধিক উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় করেন। সারাদিনেও অনেক ডুবুরি এই মাছটি উঠাতে পারেনি। পরে ভাদেশ্বর থেকে আসা এক ডুবুরি বিকেলে মাছটি তুলতে সক্ষম হলে দেখা যায় মাত্র ২শ গ্রাম ওজনের একটি মাছ।

যার বড়শিতে এই মাছটি ধরা পড়েছিল সেই সুরুজ আলী বলেন, আমি আসলেই লজ্জিত, কে বা কাহারা ২শ কেজি ওজনের মাছ ধরা পড়েছে বলে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ায় হাজারো মানুষকে কষ্ট করতে হলো। গতকাল থেকে আমি মাছটি তুলতে না পারায় অনেকে ধারণা করেছিল মাছটি অনেক বড় হবে।

Back to top button