বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে অর্ধশত কোটি টাকার সরকারি জমি উদ্ধার (আপডেট)

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরশহরের খাসা মৌজায় অবৈধভাবে দখলকৃত প্রায় অর্ধ কোটি টাকার জমি উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধারকৃত জমির পরিমান প্রায় ১১৭ শতক, উদ্ধারকৃত সরকারি এইসব ভুমি বেশ কয়েক বছর ধরে স্থানীয় কুটু মিয়াসহ কয়েকজনের দখলে ছিলো। উদ্ধারকৃত খাসজমিতে সরকারি বিধি অমান্য করে দীর্ঘদিন থেকে অবৈধ বসতি ও স্থাপনা নির্মান করে ভাড়া দেয়া হয়েছিলো।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে জমিগুলো দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব ও সহকারী কমিশনার (ভূমি) মোসফিকুন নূর অভিযান চালিয়ে জমিগুলো দখলমুক্ত করেন। এছাড়া সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়েছে। দখলমুক্ত হওয়া মোট জমির পরিমাণ ১ একর ১৭ শতক। স্থানীয়ভাবে এসব জমির বর্তমান মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

ভূমি ব্যবহারকারি অনেকেই জানান, তারা জমির স্বঘোষিত মালিক আব্দুশ শহীদ কুটু মিয়ার কাছ থেকে জায়গা বিক্রয় করেছেন, তারা নিজেরা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানান।

এব্যাপারে অবৈধভাবে দখল করে রাখা আব্দুশ শহীদ কুটু মিয়া বলেন, কয়েকমাস পূর্বে সরকারিভাবে একটি দখল ছাড়ার নোটিশ আসে। আজ (বুধবার) ভোরে শুনেছি প্রশাসন স্থাপনা ভেঙ্গে জমি উদ্ধার করেছে। তবে জমি বিক্রির বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজী হননি তিনি।

এ বিষয়ে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের বক্তব্যের জন্যে তার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি, পরে সরকারি মুঠোফোনে বারবার কল করে তার সাথে যোগাযোগ করা যায়নি।

Back to top button