ইউপি নির্বাচন: মাথিউরায় জিয়াউর রহমানের প্রার্থীতা ঘোষণা
বিয়ানীবাজার টাইমস- বিয়ানীবাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা ঘোষণা করেছেন মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া। সামাজ সেবক ও ব্যাবসায়ী জিয়া জনগণের সেবা করতে এবার চেয়ারম্যান পদে লড়বেন বলে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে নিজ নির্বাচনী ওয়ার্ড সহ পুরো ইউনিয়নে প্রচার প্রচারণা শুরু করেছেন তিনি।
জিয়াউর রহমান জিয়া জানান, মানুষের সেবা করতে ও ইউনিয়নবাসীর দুঃখ লাঘব করতে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করবো। ইতিমধ্যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মাঠে প্রচারণা শুরু করেছি, সকলের দোয়া ও সহযোগিতায় কামনা করছি। এবং সকল প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবো।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের এখনো চার মাস সময় বাকি থাকলে এখনই নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের ১১ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা। এদের মধ্যে অনেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশি, সব টিক থাকলে দ্বিতীয় ধাপে বিয়ানীবাজারের অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।