বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে প্রযুক্তির ছোয়ায় ডাক বাক্সের কান্না

মহসিন রনি, নিজস্ব প্রতিবেদক- প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের এক সময় সকাল হলে রানারদের দেখা যেত কিন্তু কালের বিবর্তনে আর প্রযুক্তির ছোয়ায় বিয়ানীবাজার পোস্ট অফিসের ডাক বাক্স এখনো খালি পড়ে আছে। আগে যেখানে সুখ দুঃখ চিঠির মাধ্যমে মানুষ আদান-প্রদান করতো বর্তমানে সেই সুখ দুঃখ ছোট্ট মোবাইল ডিভাইসে সীমাবদ্ধ রয়েছে।

পৌর শহরের মধ্য বিয়ানীবাজারে অবস্থিতি পোস্ট অফিসের ডাকবাক্স এখন শুধু ঐতিহ্যবহন করছে।
উপজেলার সিংহভাগ মানুষ এক সময় এই ডাক যোগে চিঠি আদান-প্রদান করলেও এখন প্রযুক্তির ছোয়ায় সবাই অনলাইন নির্ভর হওয়ায় কেউ আর ঝুকছেন না ডাক বিভাগের দিকে। তবে অনলাইন দুনিয়ায় বাইরে ডাক যোগাযোগের যে ব্যাবস্থা ছিল সেটা বর্তমান তরুন প্রজন্মের কাছে এখন অনেকটাই অজানা।

খয়রুল হোসেন নামের এক যুবক বলেন, ছোট বেলায় দেখতাম পোস্ট অফিস প্রাঙ্গনে চিঠি এসে পৌছাতো,আমি অনেক চিঠি পাঠিয়েছি যখন মোবাইল ছিল না প্রয়োজন অপ্রয়োজনে আত্নীয় স্বজনের খোঁজ খবর চিঠির মাধ্যমেই নিতাম। এখন মোবাইলে এক গুতোর সাথেই কথা বলা যায় তাই আর চিঠির প্রয়োজন হয়না।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এডভোকেট আমান উদ্দিন বলেন, আধুনিকতার ছোয়ায় ডাক যোগে চিঠির আদান-প্রদান কমলেও কাগজে কলমে ডাক বিভাগকে পেছনে ফেলানোর সুযোগ নেই। এখনো জন্ম নিবন্ধন থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ কাজে পোস্ট অফিস কিংবা পোস্ট কোড ব্যাবহারের প্রয়োজন হয়। তবে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ডাক যোগাযোগকে ফিরে আনতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ নিলে বর্তমান তরুন সমাজ জানতে

বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অসিম কান্তি তালুকদার বলেন, তরুন প্রজন্মের কাছে ডাক যোগাযোগের বিষয়টি অজানা তবে জনবল নিয়োগ দিয়ে ঢেলে সাজালে আবারও ডাক যোগাযোগের সুদিন ফিরবে।

এ বিষয়ে বিয়ানীবাজার পোস্ট অফিসের পোস্ট মাস্টার হরিমোন সিং বলেন, ডাক বিভাগকে ঢেলে সাজাতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে আশা করা যায় খুব শীঘ্রই ডাক বিভাগ আগের রুপ ফিরে পাবে। তবে বর্তমানে জনবল সংকট রয়েছে একজন ডাক পিয়ন ও একজন কেরানি কম রয়েছেন।

Back to top button