বিয়ানীবাজার সংবাদ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় বিয়ানীবাজারে রাজ পথে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক ঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিয়ানীবাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। এ বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান এবং দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়ালের নেতৃত্বে উপজেলা পৌর শাখা সহ সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দীর্ঘ দিন পর বিয়ানীবাজারে আওয়ামীলীগ নেতাদের ঐক্যবদ্ধ দেখে কিছুটা হলে স্বস্তি ফিরেছেন দলের নেতাকর্মীরা। অনেকেই মনে করছেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ জামাত শিবির বিএনপির জন্য আতংক হতে পারে।
আজ রবিবার (৬ ডিসেম্বর) বাদ আছর বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে এ বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দক্ষিণ বাজার প্রদক্ষিণ করেন পৌর শহরে শোডাউন দিয়ে শেষ হয়।