বিয়ানীবাজারে ক্রিকেট মৌসুমকে কেন্দ্র করে তৈরি হচ্ছে মানসম্মত উইকেট

নিজস্ব প্রতিবেদক ঃ করোনার দকল কাটিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গন স্বাস্থ্যবিধি মেনে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতা বিয়ানীবাজারে ক্রিকেট মৌসুমকে সামনে রেখে পিএইচজি মাঠে উইকেট তৈরির কাজ শুরু করেছে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন।
গত বছর ৫৬৪ জন ক্রিকেটার নিয়ে দেশের ইতিহাসে উপজেলা পর্যায় সর্ববৃহৎ টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেটের এ সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মাঠে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের এ অভিভাবক সংগঠনটি।
ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি রাজেল আহমেদ বলেন, করোনা মহামারিতে বিশ্ব ক্রীড়াঙ্গন স্বাস্থ্যবিধি মেনে মাঠে নামতে শুরু করেছে বিয়ানীবাজারেও সেই পথে এগুবে। তবে আপাতত উইকেট তৈরির কাজ শুরু হয়েছে।
এদিকে,উইকেট নিয়ে ক্রিকেটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই ব্যাটসম্যানরা মনে করছেন এবার ব্যাটিং সহায়ক উইকেট হবে, তবে যেকোনো পরিস্থিতিতে বোলাররা ও চ্যালেঞ্জ নিতে রাজি।