বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে একদিনে ৬ জন করোনা পজিটিভ, করোনা আ তং ক বাড়ছে
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে গত ২৪ ঘন্টায় ৬ জ করোনা পজিটিভ রোগীর খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সকালে ৪ জনের পর রাতে আরো ২ জন করোনা পজিটিভ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে বিয়ানীবাজার মুড়িয়া ইউপির ফেনগ্রামের ১ জন, কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগী এলাকার ১ জন, একই ইউনিয়নের লামলীগ্রামের ১ জন, পৌর এলাকার শ্রীধরা এবং নয়াগ্রামের একজন করে, এছাড়াও শেওলা ইউনিয়নের ঢেউনগর গ্রামের একজন।
উল্লেখ্য, উপজেলার ৪১৮ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭২ জন, মৃত্যুবরন করেছেন ২৪ জন এবং বাকীরা এখোনো চিকিৎসাধীন।