বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে করোনায় আরেকজনের মৃত্যু, মোট মৃত্যু ২৪
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনা আক্রান্ত আরেকজনের মৃত্যুর খবর জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স। আজ বুধবার রাত ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। মৃত ব্যাক্তি উপজেলার পৌর এলাকার শ্রীধরা গ্রামের। তবে মৃত্যুবরনকারির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
এনিয়ে বিয়ানীবাজারে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারির সংখ্যা ২৪।
উল্লেখ্য, এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১২ জন, তন্মধ্য মৃত্যুবরন করেছেন ২৪ জন, সুস্থ হয়েছেন ৩৭২ জন বাকীরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।