বিয়ানীবাজারে ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা

মহসিন রনিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের এখনো পাঁচ মাসের বেশি সময় বাকি। তবে আগে থেকেই প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার নির্বাচনী মাঠে সরগরম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাসবী প্রার্থীরা। উপজেলার দুবাগ,মুড়িয়া,মাথিউরা ইউনিয়ন সহ একাধিক ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীরা আলোচনায় রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে বৈঠক সহ প্রচারণা চালাচ্ছেন অনেকেই। উপজেলার আওয়ামী লীগের সাবেক কমিটির অনেক গুরুত্বপূর্ণ পদদারীরা এবং তৃনমুলের সাবেক ছাত্রলীগ নেতারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা প্রকাশ্যে প্রচারণা চালালে এখনো নীরব বিয়ানীবাজার জামাত এবং বিএনপি। বিগত বছর থেকে আগে থেকে নির্বাচনের মাঠে সরগরম থাকলেও এবার বিএনপি ও জামাতের পদপ্রার্থীদের নীরবতা আভাস দিচ্ছে স্বতন্ত্র থেকে নির্বাচনের এমনটায় মনে করছে রাজনীতিবিদরা।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা জামাত নেতা এবং মুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের জানান, প্রতিবারের ন্যায় তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচনের সময় আসলে প্রচার প্রচারণা সহ কার্যক্রমে নেমে পড়বেন৷
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ বলেন,নানা কারণে বিএনপির প্রার্থীরা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে না,তবে নীরবে বিভিন্ন ইউনিয়ন এর ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সময় বুঝে মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করবেন,এ ছাড়া তিনি আরো বলেন জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী।
এদিকে আওয়ামী লীগের দুবাগ ইউনিয়ন এর মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা পলাশ আফজাল বলেম, বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের চেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় যার ফলে আওয়ামী লীগের প্রার্থী বেশি।
রাজনীতির মাঠ সরগরম তবে এখনো নীরব রয়েছেন ভোটাররা। দলীয় প্রতীক এবং আঞ্চলিকতাকে কেন্দ্র করে ভোটাররা তাদের ভোটাদিকার প্রয়োগ করবেন বলে মনে করছে সচেতন নাগরিকরা৷ তবে নির্বাচনের আগে জামাত বিএনপির নীরবতা প্রভাব ফেলতে পারে তাদের ভোটের মাঠে।