বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আরো ২জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

বিয়ানীবাজার টাইমসঃ শীত আসেনি এখোনো তবুও গত ৩-৪ দিন থেকে হঠাৎ করে নিয়মিতই সনাক্ত হচ্ছেন করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে শংকায় রয়েছেন এখানকার মানুষ। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজারে আরো ২ জন করোনা আক্রান্ত রোগীর খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ বুধবার তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১২ জনে। নতুন করে আক্রান্তদের মধে একজন উপজেলার লাউতা ইউনিয়নের পাহাড়িয়াবহর গ্রামে অন্যজন মুড়িয়া ইউনিয়নের ছোটোদেশ গ্রামে।

উল্লেখ্য, আক্রান্ত ৪১২ জন করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন, মৃত্যুবরন করেছেন ২৩ জন এবং বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে চিকিৎসাধীন।

Back to top button