ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,বড়লেখাঃ ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ সমাবেশ করেছে বড়লেখা ইমাম মোয়াজ্জেম পরিষদ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ জোহর বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদের সামনে এসে মিছিলটি শেষ করে সমাবেশ করেন তারা।
সমাবেশে ইমাম- মোয়াজ্জেম পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল বারির সভাপতিত্ব ও মাওলানা তৈয়বুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আব্দুল খালিক,মাওলানা কাজী এনামুল হক,মাওলানা আব্দুল্লা আল মামুন,সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান,ডাক বাংলো মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ খাঁন,বড়লেখা সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুতাহিরুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জামিল আহমদ প্রমুখ।
এসময় তারা বলেন, ফ্রান্সে নবী করিম (সঃ) কে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে তা বিশ্বের সকল মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এছাড়াও তারা আরো বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কট ও বিশ্ব মুসলিমদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ।