বিয়ানীবাজার সংবাদ
সৌদি আরবে বিয়ানীবাজারের এক প্রবাসীর মৃত্যু

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ সৌদিআরবে বিয়ানীবাজারের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা এলাকায় আব্দুল আজিম নামের ওই প্রবাসীর বাড়ি। প্রায় দুই মাস আগে তিনি সেখানে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। পরে গত ১৩ অক্টোবর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
তার ভাই বিয়ানীবাজার সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত আব্দুর রহমান জানান, আজ দুপুর ১টায় জানাযার নামাজ শেষে তাকে সৌদিআরবে দাফন করা হয়েছে। করোনা পরিস্থিতিসহ নানাকারণে ওই প্রবাসীর মরদেহ দেশে আনা সম্ভব হয়নি।
এদিকে প্রবাসী আব্দুল আজিমের মৃত্যুতে তার পরিবারসহ গ্রামের মানুষ শোকাহত।