বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র

মহসিন আহমদ রনিঃ বিয়ানীবাজার সরকারি হাসপাতালে প্রতিদিন রোগী নিয়ে দুর দুরান্ত থেকে ছুটে আসেন রোগীর স্বজনরা। বিশেষ করে পাশ্ববর্তী উপজেলা বড়লেখা এবং জকিগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য এখানে সেবা নিতে আসেন অনেকেই। সম্প্রতি বিয়ানীবাজারে অগ্নিকাণ্ডে যেখানে ক্ষয়ক্ষতির পরিমান বেড়েই চলছে সেখানে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক বছর থেকেই চলছে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে।

৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পুরোনো কক্ষের প্রবেশ পথে সিড়ির দিয়ে উঠবার সময় চোখে পড়ে একটি অগ্নি নির্বাপক যন্ত্র যেটি মেয়াদ উত্তীর্ণ লেখা নেই কোনো কোম্পানির নাম। পুরনো এই যন্ত্রে নতুন করে রং দেয়া হয়েছে। বিয়ানীবাজারের প্রাইভেট হাসপাতাল গুলোতে যেখানে নতুন অগ্নি নির্বাপক যন্ত্র সংযোজন করছে সেখানে সরকারি হাসপাতালের দায়িত্বশীলদের খামখেয়ালী ভাবিয়ে তুলছে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের।

চারখাই থেকে রোগী নিয়ে হাসপাতালে আসা এক রোগীর স্বজন জানান, বিয়ানীবাজারে এত বড় একটি সরকারি হাসপাতালে যেখানে অগ্নি নির্বাপক যন্ত্র মাত্র একটি তাও মেয়াদ উত্তীর্ণ। বিপদে বলে এসে না হাসপাতাল কর্তৃপক্ষের উচিত বিষয়টি দ্রুত সংশোধন করা।

এস এম আবিদ নামের আরেকজন বলেন, হাসপাতালটি উপজেলা পর্যায় একমাত্র সরকারি হাসপাতাল হওয়াতে দরিদ্ররা এখানে চিকিৎসা নিতে আসে। প্রবেশ পথে হাত ধোয়ার ব্যাবস্থা থাকলে নেই হ্যান্ড ওয়াস কিংবা সাবান। এ ছাড়াও অগ্নি নির্বাপক যন্ত্রটি মেয়াদ উত্তীর্ণ হওয়াতে যেকোনো সময় দুর্ঘটনা এড়ানো অসম্ভব হবে বলে মনে করছেন তিনি।

হাসপাতালে যেখানে নিরাপদ জীবনের জন্য ছূটে আসেন রোগীরা সেখানে এখন অনেকটায় অনিরাপদ তারা। এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ উত্তীর্ণের বিষয়টি স্বীকার করে বলেন, সরকারের কাছে অগ্নি নির্বাপক যন্ত্রের জন্য আবেদন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়ানোর কোনো নিয়ম নেই। তবে আবেদন এর প্রেক্ষিতে পরিবর্তন করা হবে।

Back to top button