কানাইঘাট

কানাইঘাটে কল করলেই মিলছে ত্রাণ

কানাইঘাট প্রতিনিধিঃসিলেট বিভাগীয় পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া পুরো রমযান মাস জুড়েই কানাইঘাট উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করে সবার সুনাম কুড়িয়েছে।

সংগঠনের ফেইসবুক পেইজে সংগঠনের তিনজন কর্মীর নাম্বার দেওয়া আছে। ফোন দিলেই সাথে সাথে ত্রাণ নিয়ে হাজির স্বপ্নচূড়ার কর্মীরা। ইতিমধ্যে জরুরী সেবা ফোন কলের মাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে।প্রায় ৫০০শত পরিবারের মধ্যে ত্রাণ পৌছে দেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান রাসেল জানিয়ছেন, রমজান মাসে অনেকে কাজকর্মের মধ্যে নেই ।কেউ কেউ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা পেলেও অনেক মানুৌষ এখনও কোন সহায়তা পায়নি। যারা পাননি তাদের পাশে সর্বদা রয়েছে স্বপ্নচূড়া সংগঠন। রমজান মাস সিয়াম সাধনার মাস যাদের কে আমরা ত্রাণ দিয়ে সহায়তা করতেছি আল্লাহ আমাদের এর প্রতিদান দেবেন । এছাড়া সংগঠনের সদস্য নিস্বার্থের সহিত দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ।আমি এলাকার বিত্তবানদের অনুরোধ করব আপনারা আপনাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাড়াবার।

উল্লেখ্য, করোনা মহামারিতে গত ৭ এপ্রিল থেকে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছিল । যা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে ।

Back to top button