বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে করোনা সন্দেহে আরো ১০ জনের নমুনা সংগ্রহ
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনা সন্দেহে আরো ১০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। আজ বৃহস্পতিবার (০৭ মে) তাদের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে প্রেরণ করা হয়।
জানা যায়, নমুনা সংগ্রহ করা ১০ জনই কিশোরগঞ্জ ফেরত করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা থেকে সন্দেহভাজ মোট ৯৩ জনের নমুনা ল্যাবে প্রেরণ করা হয়। এরমধ্যে ৭৫ টি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ০৫ জনের করোনা পজিটিভ, ৭০ জনের নেগেটিভ রিপোর্ট আসে। অপর ১৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষমান।