সিলেট

সিলেটে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে নাহিয়ানের মৃত্যু

টাইমস ডেস্কঃ সিলেটে ঘুড়ি ওড়াতে বাসার ছাদ থেকে পড়ে নাহিয়ান হোসেন (১২) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর যতরপুরে এ ঘটনা ঘটে।

শনিবার (১০ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম
জানা গেছে, নাহিয়ান নগরীর যতরপুরের (নবপুষ্প -১২৩) নং বাসার বাসিন্দা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছোট ছেলে ও সহকারী অ্যাটর্নি জেনারেল জয়নুল হোসেন রুবেলের ভাতিজা। সে নগরীর স্কলারস হোম স্কুলের শিবগঞ্জ শাখার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে ৬ তলা ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে নাহিয়ান ছাদ থেকে নিচে পড়ে যায়। এ সময় স্বজন ও প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী ইবনে সিনা হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিষয়টি তারা অবগত আছেন। তবে নিহতের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১০ মে) সকালে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Back to top button