সিলেট

যে কারনে সিলেটে বিদ্যুৎ বিভ্রাট

টাইমস ডেস্কঃ সিলেটে গত দুইদিন থেকে তীব্র গরমের মধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সিলেট পিডিবি সূত্রে জানা গেছে সিলেটে কোনো লোডশেডিং নেই, তবে বিদ্যুতের ৩৩ কেভি লাইনে ক্রটি দেখা দেওয়ায় এই বিভ্রাট দেখা দিয়েছে।

সোমবার সকাল থেকেই কড়া রোদে সূর্যের আলো ছিল তেতানো। তাপমাত্রা ছিল ৩৫ এর কোঠায়। এরমধ্যে বারবার যাচ্ছিলো বিদ্যুৎ। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় বাসাবাড়িতে লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

তারা জানান দুইদিন থেকে হঠাৎ করে গরম বেড়েছে এরসাথে শুরু হয়েছে বিদ্যুতের আসা যাওয়া। ফলে গরমে বিদ্যুৎ না থাকায় কষ্ট অনেক বেড়েছে। সবচেয়ে বেশি বিদ্যুৎ যাচ্ছে দুপুরে ও সন্ধ্যার পর।

এদিকে বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষার মৌসুম চলছে। এই অবস্থায় সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় বাচ্চাদের গরমের মধ্যে পড়তে কষ্ট হচ্ছে। অনেক বাচ্চা পড়ায় বসতে না চাইলেও পরীক্ষার জন্য অভিভাবকরা তাদের জোর করে পড়তে বসিয়েছেন বলে জানান।

এ ব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, সিলেটে বর্তমানে কোনো লোড শেডিং নেই, তবে ৩৩ কেভি লাইনে ফল্ট দেখা দিয়েছে।

সৌজন্যঃ দৈনিক জালালাবাদ

Back to top button