আ. লীগের রাজনীতি থেকে ‘চিরবিদায়’ নুরুল হকের

রাজনীতি থেকে চির বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল হক। সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
তিনি পৌর শহরের পার্শ্ববর্তি জানাইয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
শনিবার (০৩ মে) রাতে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে তিনি অব্যাহতির ঘোষণা দেন। এর আগে ওইদিন দুুপুরে তিনি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ফারুক আহমদের নিকট পদত্যাগপত্রও জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল হক বলেন, তিনি ১৯৯৫ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে নিযুক্ত ছিলেন। তবে, পারিবারিক নানা সমস্যার কারণে দলীয় পদ-পদবী থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। এমনকি আওয়ামী লীগসহ সকল প্রকার রাজনীতি থেকে চির বিদায় নিয়েছেন তিনি। তাই দলীয় কার্যক্রমের জন্য তার সঙ্গে যোগাযোগ না করতে অনুরোধও জানিয়েছেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক পারিবারিক সমস্যা তুলে ধরে তার নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন।