বিয়ানীবাজার চালককে গাছের সাথে বেধে টমটম ছিনতাই, উদ্ধার হলো ৭ কিলোমিটার দূরে

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে চালককে বেধে টমটম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, পরে ব্যাটারি নিয়ে টমটমটি ফেলে যায় ছিনতাইকারি দল। বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া টমটমচালক আবু তাহের (২২) লাসাইতলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে পুলিশের নিয়মিত টহলের সময় মানুষের ঘুঙ্গানির শব্দে বিয়ানীবাজার সিলেট সড়কের কুশিয়ারা ব্রিকস সংলগ্ন ব্রিজের নিচে বাধা অবস্থায় বিয়ানীবাজার থানার ওসি তদন্ত ছবেদ আলীর নের্তৃত্বে একদল পুলিশ টমটম চালককে উদ্ধার করে। টমটম চালক জানায়,রাত ১২টার দিকে যাত্রীরা তাকে পৌরশহরের নিমতলা থেকে কাকরদিতে যাওয়ার জন্য ভাড়া করে, তারা জানায় আবার ফিরে আসবে। ছিনতাইকারিরা ব্রিজের কাছে নির্জন স্থানে যাওয়ার পর ব্রিজের নিচে তাকে নিয়ে বেধে ফেলে। পরে তাকে বেধে টমটমটি নিয়ে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া টমটম চালকের দেয়া তথ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মোল্লাপুর ইউপির সদস্য ছরওয়ার দেয়া ভিডিও চিত্রে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া এলাকায় পরিত্যাক্ত অবস্থায় টমটমটি উদ্ধার করে পুলিশ। তবে যথারীতি টমটমে ছিলোনা ব্যাটারি।
বিয়ানীবাজার থানার ওসি তদন্ত ছবেদ আলী জানান, ব্যাটারি চোর চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে, চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।