জকিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় বিয়ানীবাজারের স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে আহত হয় বিয়ানীবাজারের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মাহিন (১৬)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার ৮দিন পর সিলেট ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে সে।
দুর্ঘটনায় নিহত মাহিন উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া দক্ষিন মহল্লা নিবাসী বদরুল হোসেনের ছেলে এবং দুবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার চাচা সিলেট আদালতের আইনজীবি জসিম উদ্দিন।
তিনি জানান, গত ১৮ এপ্রিল জকিগঞ্জের কালিগঞ্জে গিয়ে মোটরসাইকেল চালানো অবস্থায় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়, পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে সে মৃত্যুবরন করে।