বিয়ানীবাজার সংবাদ

সংস্কার ও বিচার শেষে কালো টাকা, পেশীশক্তি প্রভাবমুক্ত নির্বাচন চাই- বিয়ানীবাজারে মোহাম্মদ সেলিম উদ্দিন

বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত অন্যথায় নির্বাচন সুষ্ঠু হবেনা।

তিনি রবিবার (২০ এপ্রিল) সকালে বিয়ানীবাজার পৌরশহরে সাধারন মানুষের সাথে সাক্ষাৎ ও লিফলেট বিতরনকালে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমরা সুষ্ঠ নির্বাচন চাই, কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আমরা দেখতে চাই। সেজন্য অবশ্যই নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে অন্তবর্তী সরকারকে অন্যথায় এ সরকারকে ছেড়ে দেয়া হবে না। তিনি সরকারকে সতর্কতার সাথে আধিপত্যবাদিদের মোকাবেলা করে সংস্কার ও বিচারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

দলের নিবন্ধন ও প্রতীকের ফিরে পাওয়া এবং দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে তিনি বলেন, খুব শীঘ্রই দেশবাসী সুখবর পাবেন। এজ আর্লি এজ পসিবল আমরা দলীয় নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাবার সাথে সাথে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও নায়েবে আমীর আবুল খয়ের এবং সেক্রেটারি আবুল কাশেম চৌধুরী, পৌর আমীর জমির হোসাইন ও সেক্রেটারি জেনারেল মাওলানা ছাদউজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ও উপজেলা কর্মপরিষদের শূরা সদস্য ও মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা ছাত্রশিবিরের দক্ষিন শাখার সভাপতি আমিনুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Back to top button