বিয়ানীবাজারে মনজ্জির টাওয়ারে শিক্ষিকার বাসায় রহ স্য জ নক চুরি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরসভার সুপাতলায় অভিযাত আবাসিক মনজ্জির টাওয়ারের শিক্ষিকার বাসা চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে চুরির বিষয়টি ধরা পড়ে। ভূক্তভোগী শিক্ষিকা তার শ্বশুর নিয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এ চুরির ঘটনা ঘটে বলে জানান। এসময় তিনি বাসার কেয়ারটেকারের আচরনকে সন্দেহজনক বলে উল্লেখ করেন।
ভুক্তভোগী শিক্ষিকা তানজিনা শিরিন জানান, বিগত ১১ মার্চ অসুস্থ শ্বশুরকে নিয়ে সিলেট হাসপাতালে ভর্তি হোন, যাওয়ার সময় বাসা ঠিকঠাকভাবে তালা দিয়ে যান। সোমবার (১৭) মার্চ সকালে বাসায় ফিরে এসে দেখেন বাসার দরজায় তালাই নেই। বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো এবং ভেতরের সব জিনিসপত্র তছনছ করা।
চুরি যাওয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করাসহ প্রতিবেশিদের চুরি যাওয়া বাসা দেখিয়েছেন জানিয়ে ভুক্তভোগীর একজন স্বজন জানান, এতো বড় একটি টাওয়ার অথচ এখানকার নিরাপত্তা অবস্থা খুবই করুণ।
খবর পেয়ে দুপুর ২টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।