বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বুলডেজার দিয়েও ভেঙ্গে ফেলা হলো শেখ মুজিবের দুটি ম্যুরাল

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে ছাত্র জনতার ডাকে উপজেলা চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা ম্যুরাল দুটি ভেঙ্গে ফেলা হয়। এসময় পৌরসভার ভিতরে নামফলক ভাঙ্গার সময় বাধা দেয়ায় পৌরসভার নকশাকারককে পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্র জনতা।

বুধবার রাতে ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলার পর ফ্যাসিস্ট সরকারের আইকন হিসাবে গড়ে উঠা দেশব্যাপী শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙ্গে ফেলার দাবী উঠে। এরই ধারাবাহিকতায় দুপুর আনুমানিক তিনটায় উপজেলা চত্বরে থাকা ম্যুরালটি বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়, পরে ছাত্র জনতা পৌরসভায়
স্বৈরাচারের দোসরদের বিভিন্ন নামফলক ভেঙ্গে ফেলে। এসময় বাধা দেয়ায় পৌরসভার নকশাকার আশরাফুল ইসলাম আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পড়ন্ত বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা ম্যুরালটিও ভেঙ্গে ফেলে ছাত্র জনতা। তবে এসময় প্রশাসনের কাউকে দেখা যায়নি।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার ইমন জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ফ্যাসিস্টদের তৈরি স্বৈরাচারি আইকনগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল হাসান মো. আজরফ জাবুর জানান, সারাদেশের ন্যায় ছাত্র জনতার সিন্ধান্তে বিয়ানীবাজারে ম্যুরালগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। এসময় বাধা দেয়ায় আমরা ধরে পৌরসভার নকশাকার আশরাফকে পুলিশে সোপর্দ করি।

Back to top button