বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে যুবক নিখোঁজ, প্রতিবাদে রাস্তা অবরোধ!

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থেকে এক ব্যবসায়ী যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে নিখোঁজের পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিয়ানীবাজার বারইগ্রাম সড়কের চন্দগ্রাম যাত্রী ছাউনীর পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। নিখোঁজ ব্যবসায়ীর নাম মারজান আহমদ (২৭), সে উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামের এমদাদুল হক বাবুলের ছেলে ও বিয়ানীবাজার পৌরশহরের ছাত্তার প্লাজার টেলিকম ব্যবসায়ী। এদিকে, সন্ধ্যায় ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় পৌরশহরের কলেজ রোড পয়েন্টে দুই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এসময় রাস্তার দুইপাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে।

নিখোঁজ মারজানের ফুফাত ভাই তাহমিদ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সে ফুফুর বাড়ি কালাইউরায় ওয়াজ মাহফিলে আসার কথা ছিলো, সন্ধ্যা থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মুঠোফোন বন্ধ পাওয়ায় স্বজনরা খোঁজাখুজি শুরু করলে তার ব্যবহৃত মোটরসাইকলটি চন্দগ্রাম যাত্রী ছাউনির কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া।

তাকে ব্রাক্ষনবাড়িয়া এলাকায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এমন খবর চাওর হলেও এখোনো ব্যাপারটি নিশ্চিত নয় বলে জানিয়েছেন তার ফুফাত ভাই।

তার পিতা এমদাদুল হক বাবুল জানান, নিখোঁজের ঘটনায় বিয়ানীবাজার থানায় সাধারন ডায়রী করা হয়েছে। তাকে এখোনো খুজে পাওয়া যায়নি।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানান, থানায় জিডি হয়েছে, পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।

Back to top button