বিয়ানীবাজার আম্পায়ার্স ফোরামের কমিটি গঠন সম্পন্ন, সভাপতি আজাদ- সম্পাদক ছালেখ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার আম্পায়ার্স ফোরামের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত আম্পায়ার ফোরাম এর দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন হয়েছে। ক্রিকেট অঙ্গনে দায়িত্ববোধ এবং স্মার্ট ক্রিকেট প্রতিষ্ঠা করতে বিভিন্ন দিক বিবেচনা করে দীর্ঘ দিন পর ২ বছর মেয়াদি এবং প্রোফেশনাল আম্পায়ার দের মূল্যায়ন করে আম্পায়ার্স ফোরামের কার্যকরী কমিটির আত্মপ্রকাশ ঘটে।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রিফাত আহমদ ,সাবেক সভাপতি রাজেল আহমদ ,সাবেক সহ-সভাপতি ছায়েফ আহমদ , আরিফুল হক সহ আম্পায়ার্স আব্দুল হাই আজাদ, ছালেখ হোসেন , শিপলু হোসেন, দিদার আহমদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নেতৃত্ববৃন্দরা হলেন- সভাপতি – আব্দুল হাই আজাদ, সাধারণ সম্পাদক – ছালেখ হোসেন, সাংগঠনিক সম্পাদক – সাহেদ আহমদ সাজু, কোষাধ্যক্ষ – শিপলু হোসেন। সদস্য হিসাবে রয়েছেন ইফতেহার আহমদ সাহান, এহসানুল হক, রাজেল আহমদ, ছায়েফ আহমদ, আরিফুল হক, সোলেমান আহমদ,কামরুল দিদার। -প্রেবি