বিয়ানীবাজারে দীর্ঘদিন পর উৎসবের আমেজে বিএনপি-জামায়াতের বিজয় দিবস উদযাপন

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতাঃ দীর্ঘ কয়েক বছর পর বিয়ানীবাজারে উৎসবের আমেজে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং তাদের সহযোগী সংঘটনগুলো। বিগত সরকারের আমলে বিএনপির বিজয় দিবস শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো আর জামায়াত-শিবিরকে প্রকাশ্যে কর্মসুচি করতে দেয়া হতো না।
তবে এবারের মহান বিজয় দিবসে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দিনের প্রথম প্রহরে বিএনপি ও তার অঙ্গসংঘটনের নের্তৃবৃন্দ পুষ্পস্থবক অর্পনের পর কয়েকটি বিজয় মিছিল করে। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা ও সাধারন সম্পাদক ছরওয়ার আহমদের নের্তৃত্বে দুপুরে বিজয় মিছিল করে দলটি। এছাড়াও দলটির আরেকটি গ্রুপ পৌরশহরে বিজয় মিছিল করে। এর পাশাপাশি যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিজয় মিছিল পৌরশহর প্রদক্ষিন করে।
অন্যদিকে, বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াত। পৌরশহরের নিউ মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে দুপুরে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, আবুল খয়ের, পৌর জামায়াতের আমীর মাওলানা জমির হোসেন, উপজেলা সেক্রেটারি কাজী আবুল কাশেম, সহকারি সেক্রেটারি আব্দুল হামিদ, মজলিসে সূরা সদস্য এখলাছুর রহমান প্রমুখ।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির। দিবসটি উপলক্ষ্যে উপজেলা শিবির আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করে। এর পাশাপাশি পৌরশহরের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাদ্য বিতরন, মুড়িয়া আঞ্চলিক সংঘটনের উদ্দ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করে।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংঘটন ছাত্র জমিয়ত পৌর শাখার উদ্দ্যোগে পৌর শহরে বিজয় র্যালী, নাগরিক অধিকার পরিষদ, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ পুষ্পস্থবক অর্পন করেন।